এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে \ শ্যামনগর উপজেলায় যথাযথ মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মানচিত্রে নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের ঘোষণা দিয়েছিল একটি ভূখন্ড, যার নাম বাংলাদেশ। সবুজ জমিনে রক্তিম সূর্যখচিত মানচিত্রের এ দেশটির স্বাধীনতার ৫৫ তম বার্ষিকী। দিনটিকে স্মরণ করে গতকাল বুধবার সকাল ৮ টায় উপজেলার গোপালপুর স্মৃতিসৌধে স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, শ্যামনগর পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, শ্যামনগর থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা লেডিস ক্লাব, রাজনৈতিক দল সহ উপজেলার বিভিন্ন সংগঠন। পরবর্তীতে মুক্তিযুদ্ধে নিহত বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত ও তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শ্যামনগর মর্ডান স্কুল প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধানগণ, জনপ্রিতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক—শিক্ষার্থী, বিভিন্ন রাজনীতি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উপজেলা নির্বাহি অফিসার মোছাঃ রনী খাতুন এর সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় এবং এসময় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অফ অনার সহ জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করে। এসময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, থানা অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর মোল্লা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সাকির হোসেন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওঃ আব্দুর রহমান সহ বীর মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।