বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার যমুনা খালের উপর ব্রিজ নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০ টায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের বরাদ্দে চলতি অর্থ বছরে ১৩ টি (গার্ডার ব্রিজ প্রকল্পের) মধ্যে ৭০ লক্ষ ২৯ লক্ষ টাকা মূল্যের উপজেলার যমুনা খালের উপর এ.কে.ফজলুল হক এমসিএ কলেজ এর সামনে গার্ডার ব্রিজ এর নির্মাণ কাজ প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ উজ্জামান সাইদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব এস এম আবদুল হক সহ ঠিকাদার প্রতিষ্ঠান কর্মকর্তাবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।