এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে॥ শ্যামনগর উপজেলায় যাকাতের প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৪ মে মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টায় সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এর আয়োজনে ও আল খিদমাহ ফাউন্ডেশন শ্যামনগর এর সহযোগিতায় উপজেলা নূর কম্পিউটার মার্কেটের দ্বিতীয় তলায় ফাউন্ডেশনের কার্যালয়ে বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, বাংলাদেশ সরকারের বিভিন্ন দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট ও আল খিদমাহ ফাউন্ডেশনের কর্মকর্তা-সদস্য, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল খিদমাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফেজ মোঃ মোখলেছুর রহমান এর সভাপতিত্বে আলোচনার সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ আইয়ুব মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব ও সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের গভার্নিং বডির সদস্য ড. শেখ আবদুর রশিদ, প্রোগ্রাম ম্যানেজার মোঃ সিরাজুল ইসলাম, স্কুল পরিচালনা কমিটির সদস্য রুহুল আমিন কুতুব উদ্দিন, আল খিদমাহ ফাউন্ডেশনের উপদেষ্টা ডাঃ গ ম আব্দুস সালাম আজাদ, উপদেষ্টা আলহাজ্ব মুফতি আব্দুল খালেক, সেক্রেটারি হাফেজ মাওঃ মিসবাহ উদ্দিন প্রমুখ। উক্ত আলোচনা সভায় দরিদ্র মানুষদের স্বাবলম্বী করা, বিশ্ববিদ্যালয় ও মেডিকেলের সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাসিক বৃত্তি প্রদান, বেকার যুবকদের কারিগরি প্রশিক্ষণ ও কর্মসংস্থান, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও পুষ্টিকর খাদ্য সহায়তা, অসহায়দের স্বাস্থ্য সেবা ও দক্ষতা প্রশিক্ষণ প্রদান সহ নানাবিধি মানবিক সহায়তামূলক কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন আলোচনা করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের এ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার ওয়েছ খান নূর সোহেল।