বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুরে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় জাতীয় মহিলা সংস্থা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর বাস্তবায়নে ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপিকা শাহানা হামিদ, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দেবীরঞ্জন মন্ডল, ইউপি চেয়ারম্যান এ্যাডঃ জিএম শোকর আলী, উপজেলা সহঃ তথ্য সেবা কর্মকর্তা বিউটি রানী মন্ডল প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা শিরিন শিলা।