বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় রাজস্ব সম্মেলন, উপজেলা কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির সভা এবং আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৩ জানুয়ারি উপজেলা কৃষি অফিস হলরুমে উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন ভূমি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দের অংশগ্রহণে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ লতিফুল হাসান প্রমুখ।