শ্যামনগর ব্যুরো: শ্যামনগরে রুপান্তর পিসক্লাবের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৮ মার্চ, সোমবার বেলা ১১ টায় শ্যামনগর গোপালপুর সুন্দরবন পিকনিক কর্ণারে হিংসা নয়, সম্প্রীতি ছড়াই এই প্রতিপাদ্য নিয়ে রূপান্তর কর্তৃক বাস্তবায়িত স্বেচ্ছাসেবী সংগঠন পিসক্লাব এর বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন। পিস কনসোর্টিয়াম প্রকল্পের ম্যানেজার গোলাম কিবরিয়া ও মেহেদী মারুফ এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম, উপজেলন ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর কুমার মন্ডল, কাশিমাড়ী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান গাজী আকতার ফারুক সহ বিভিন্ন ইউনিয়নের ইমাম, পুরোহিত ও বিভিন্ন ইউনিয়নের পিসক্লাবের সদস্যবৃন্দ। সমাজে শান্তি সম্প্রীতি রক্ষায় স্ব-স্ব ইউনিয়নের কার্যক্রমের মুল্যায়নের উপর ভিত্তি করে গত বছরের সেরা ৩ পিস ক্লাবের মধ্যে রমজাননগর, ঈশ্বরীপুর ও কাশিমাড়ী ইউনিয়ন পিসক্লাব নেতৃবৃন্দের হাতে সেরা পিসক্লাব এর সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটির সার্বিক দিকনির্দেশনা ও পরামর্শক ছিলেন রূপান্তর’র পরিচালক সাহাদাত হোসেন বাচ্চু।