এস এম জাকির হোসেন শ্যামনগর থেকেঃ শ্যামনগর উপজেলায় বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল লবণ সহিষ্ণু বিনাধান-১০ সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস-২০২২ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১২ টায় উপজেলার আটুলিয়ায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র সাতক্ষীরা কতৃক আয়োজিত মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনা ধান-১০ এর উদ্ভাবক বৈজ্ঞানিক বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চল ডিএই এর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ ফজলুল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, সাতক্ষীরার ডিএই উপ-পরিচালক কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন, সাতক্ষীরা বিনা উপকেন্দ্রের ইনচার্জ ড. মোঃ বাবুল আকতার , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, শ্যামনগর কৃষি উপসহকারী প্রকৌশলী জামাল হোসেন প্রমূখ। বিনার মহাপরিচালক বৈজ্ঞানিক ড. মির্জা মোফাজ্জল ইসলাম বলেন, কৃষক বাঁচলে বাঁচবে দেশ। আমি আমার দেশকে ভালোবেসে দেশের মানুষের কথা ভেবে এই উচ্চফলনশীল লবণ সহিষ্ণু বিনাধান-১০ আবিষ্কার করেছি। সুন্দরবন সংলগ্ন এলাকায় লোনা পানিতে বিনা-১০ ধান চাষ করা যাবে এবং অন্যান্য ধানের চেয়ে এই ধান উচ্চ ফলনশীল হবে। এই ধান চাষ করে কৃষক লাভবান হবে। মাঠ দিবস অনুষ্ঠান শেষে তিনি সহ সকলে বিনা-১০ ধান কেটে ধান কাটা শুভ সূচনা করেন।