এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে\ শ্যামনগর উপজেলায় শারদীয় দুর্গাপূজা ২০২২ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৩ টায় থানা অফিসার ইনচার্জ এর আয়োজনে থানা চত্বরে উপজেলা পরিষদের কর্মকর্তা, থানা প্রশাসন, জনপ্রতিনিধি, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের পূজা উদযাপন পরিষদের সভাপতি-সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ এস এম আতাউল হক দোলন। এ সময় তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন শারদীয়া দুর্গাপূজা। এই সম্প্রীতি বজায় রাখতে উপজেলার সকল পূজা মন্ডপে থানা পুলিশ, আনসার, ভিডিপি সহ সকল বাহিনীর নিরাপত্তা জোরদার করা হবে। তিনি বাঙালির উৎসব শারদীয় দুর্গাপূজা সুন্দরভাবে উদযাপনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন। এসময় থানা অফিসার ইনচার্জ পূজা মন্ডপের আইন শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদার করতে পূজা মণ্ডপ সিসি ক্যামেরার আওতায় আনতে উপজেলা পরিষদ চেয়ারম্যানের নিকট সিসি ক্যামেরার দাবি জানান। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান থানা অফিসার ইনচার্জ এর দাবির পরিপ্রেক্ষিতে উপজেলা পরিষদের বরাদ্দ হতে উপজেলার ৬৯ টি পূজামন্ডপের সিসি ক্যামেরা কেনার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে নগদ ২ লক্ষ ৭ হাজার টাকা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সম্পাদকের নিকট প্রদান করেন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দেবীরঞ্জন মন্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক এ্যাডঃ কৃষ্ণপদ মন্ডল, সহ-সভাপতি প্রধান শিক্ষক কৃষ্ণনন্দ মুখার্জি ও তপন কুমার, যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রধান শিক্ষক পরিমল কর্মকার, সাধারণ সম্পাদক দেবাশীষ মুখার্জী প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাব ইন্সপেক্টর (নিরস্ত্র) কেএম রেজাউল করিম।