বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নলতায় মাদক বিরোধী ক্রিকেট টুর্নামেন্টে ব্রাদার্স ক্লাব চাম্পিয়ন পাইকগাছায় ৬ কিলোমিটার সড়ক বদলে দিয়েছে লতা ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা কাদাকাটি দুইদিন ব্যাপী সদস্য পর্যায়ে দক্ষতা উন্নয়নমূলক অনাবাসিক প্রশিক্ষণ অনুষ্ঠিত আশাশুনির পৃথক পৃথক সড়কের পাশে রড বেরিয়ে থাকা বিদ্যুতের খুঁটি বৃষ্টি প্রার্থনায় খোলা আকাশের নিচে ইস্তিসকার নামাযে হাউমাউ করে কাঁদলেন কয়রাবাসী খুলনায় ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন উদ্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় মেধাবী শিক্ষার্থীর ল্যাপটপ ও নগদ অর্থ প্রদান সাতক্ষীরা সদর উপজেলায় নব যোগদানকৃত স্বাস্থ্য সহকারীদের বরণ ও শুভেচ্ছা প্রদান সাতক্ষীরায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে সেবা বুথ উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী

শ্যামনগরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২

এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে\ শ্যামনগর উপজেলায় শারদীয় দুর্গাপূজা ২০২২ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৩ টায় থানা অফিসার ইনচার্জ এর আয়োজনে থানা চত্বরে উপজেলা পরিষদের কর্মকর্তা, থানা প্রশাসন, জনপ্রতিনিধি, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের পূজা উদযাপন পরিষদের সভাপতি-সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ এস এম আতাউল হক দোলন। এ সময় তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন শারদীয়া দুর্গাপূজা। এই সম্প্রীতি বজায় রাখতে উপজেলার সকল পূজা মন্ডপে থানা পুলিশ, আনসার, ভিডিপি সহ সকল বাহিনীর নিরাপত্তা জোরদার করা হবে। তিনি বাঙালির উৎসব শারদীয় দুর্গাপূজা সুন্দরভাবে উদযাপনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন। এসময় থানা অফিসার ইনচার্জ পূজা মন্ডপের আইন শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদার করতে পূজা মণ্ডপ সিসি ক্যামেরার আওতায় আনতে উপজেলা পরিষদ চেয়ারম্যানের নিকট সিসি ক্যামেরার দাবি জানান। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান থানা অফিসার ইনচার্জ এর দাবির পরিপ্রেক্ষিতে উপজেলা পরিষদের বরাদ্দ হতে উপজেলার ৬৯ টি পূজামন্ডপের সিসি ক্যামেরা কেনার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে নগদ ২ লক্ষ ৭ হাজার টাকা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সম্পাদকের নিকট প্রদান করেন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দেবীরঞ্জন মন্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক এ্যাডঃ কৃষ্ণপদ মন্ডল, সহ-সভাপতি প্রধান শিক্ষক কৃষ্ণনন্দ মুখার্জি ও তপন কুমার, যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রধান শিক্ষক পরিমল কর্মকার, সাধারণ সম্পাদক দেবাশীষ মুখার্জী প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাব ইন্সপেক্টর (নিরস্ত্র) কেএম রেজাউল করিম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com