বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় শারিরীক প্রতিবন্ধী এনামুলকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসাবে উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের খোলসাখালি গ্রামের মোঃ মুজিবর রহমান গাজীর পুত্র শারীরিক প্রতিবন্ধী মোঃ এনামুল হককে একটি হুইল চেয়ার প্রদান করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাঃ সম্পাদক এসএম আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন সহ কর্মকর্তাবৃন্দ। হুইল চেয়ার পেয়ে প্রতিবন্ধী মোঃ এনামুল হক খুশি হয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এবং তার দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।