বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় শিক্ষাক্রম ২০২৩ সংস্কার, বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রণয়নে জড়িতদের তদন্তপূর্বক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৬ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১২ টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শ্যামনগর থানা শাখার আয়োজনে উপজেলা প্রেসক্লাব চত্বরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইউনিয়ন, থানা, জেলা এবং কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ইসলামী ছাত্র আন্দোলন থানা শাখার সভাপতি হাফেজ মাওঃ মোঃ মনিরুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ অর্থ সম্পাদক অধ্যাপক মোঃ আব্দুল করিম শাহিন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ এম এম হাসিব গোলদার, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় প্রচার সম্পাদকব এইচ এম সাইফুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর শাখার কৃষি ও শিল্প বিষয়ক সম্পাদক এস এম মোস্তফা আল মামুন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর থানা শাখার সভাপতি মাওঃ আবু বক্কর সিদ্দিক, ইসলামী শ্রমিক আন্দোলন উপজেলা শাখার সভাপতি এ্যাডঃ আবুজার উদ্দিন প্রমুখ। মানববন্ধনে বক্তারা, বর্তমান শিক্ষা সিলেবাসের ভিতরে যে সকল বইয়ে ইসলাম ধর্মের উপর আঘাত করা হয়েছে, ইসলামকে কটুক্তি করা হয়েছে এবং মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে এমন নাস্তিকবাদী শিক্ষা সিলেবাসকে ধিক্কার জানিয়ে, নাস্তিকবাদী শিক্ষার পক্ষ নিয়ে ইসলামকে নিয়ে চক্রান্ত কারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য সরকারের কাছে দাবি করেন। বক্তব্য শেষে দোয়া এবং মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয়।