বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় শীর্ষ সন্ত্রাসী, পরোয়ানাভুক্ত পলাতক ৩ আসামিসহ ৭ জনকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে থানা পুলিশ। পরবর্তীতে গতকাল শুক্রবার ৪ আগষ্ট আদালতের মাধ্যমে তাদের সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে। থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ৩ জন পলাতক আসামি, বিশেষ ক্ষমতা আইনে বিস্ফোরক দ্রব্য মামলায় পলাতক শ্যামনগরের শীর্ষ সন্ত্রাসী শেখ সুন্নত আলী সহ ৩ জন ও ১ জনকে নিয়মিত মামলায় আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলার আবাদচন্ডিপুর গ্রামের আঃ হাকিম গাজীর পুত্র মোঃ সুমন (২২), ব্রহ্মশাসন গ্রামের আদম আলীর স্ত্রী মোছাঃ আয়েশা বেগম, সদর ইউনিয়নের নকিপুর মাজাট গ্রামের মৃত জলিল শেখের পুত্র শেখ সুন্নত আলী (৪৮), উত্তর কদমতলা গ্রামের মোঃ আঃ রহিম গাজীর পুত্র মোঃ শফিকুল ইসলাম (৪৫), নূরনগর ইউনিয়নের দুরমুজখালী গ্রামের আলহাজ্ব আঃ মজিদ গাজীর পুত্র মোঃ শফিকুল ইসলাম (৩৯), হরিনগর চুনকুড়ি গ্রামের আহম্মদ আলী গাজীর পুত্র জামাল গাজী (৫৫)। এবিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ দৈনিক দৃষ্টিপাতকে জানান, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এক সন্ত্রাসী সহ বিভিন্ন মামলায় আটককৃত আসামিদেরকে আদালতে পাঠানো হয়েছে।