শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন

শ্যামনগরে শেখ কামালের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৬ আগস্ট, ২০২২

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, অলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৫ আগস্ট শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রধানগণ। এরপর উপজেলা পরিষদের হলরুমে এক অলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, সহকারি অধ্যাপক প্রতাপ রায়, প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জি সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ। সভায় বক্তারা, শেখ কামালের কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন এবং যুবকদের মাঝে যুব ঋণের চেক হস্তান্তর ও গাছের চারা বিতরণ করেন। জুম্মার নামাজ বাদ উপজেলার সকল মসজিদে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মোনাজাত করা হয় এবং উপজেলা পরিষদ জামে মসজিদে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মুফতি আব্দুল খালেক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com