বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১১জানুয়ারি বুধবার বিকাল ৪ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধানগণ, উপজেলা ক্রিড়া কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দের উপস্থিতিতে উপজেলা নির্বাহি অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বের প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.আতাউল হক দোলন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান, শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান পিপি এস এম জহুরুল হায়দার বাবু, ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ জি এম শোকর আলী, আটুলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু সালহে বাবু, সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি সাংবাদিক আলহাজ্ব জি এম আকবর কবির, প্রধান শিক্ষক ড.আব্দুল মান্নান, প্রধান শিক্ষক কৃষ্ণনন্দন মুখার্জি প্রমুখ। উক্ত সভায় শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম সুষ্ঠুভাবে সুসম্পন্ন ও বাস্তবায়নের জন্য বিভিন্ন কার্যকরী সিদ্ধান্ত গৃহীত হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ তেজারত।