বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী কলবাড়ী নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় করা হয়েছে। গতকাল ২৪ নভেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা’র উপহার কলবাড়ী নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম জনপ্রতিনিধী, সুশীল সমাজের নেতৃবৃন্দ, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ স্কুল ম্যানেজিং কমিটির সদস্য এবং শিক্ষক শিক্ষার্থীবৃন্দের উপস্থিতিতে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবাশীষ কুমার মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পরিদর্শন ও মতবিনিময় করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। এ সময় তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে ও শিক্ষার্থীদেরকে কারিগরি জ্ঞানে দক্ষ করে বিশ্বের সাথে তাল মিলাতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই শেখ রাসেল ডিজিটাল ল্যাব উপহার দিয়েছেন। তোমরা শিক্ষার্থীরা কম্পিউটার জ্ঞানে দক্ষ হয়ে বাংলাদেশের উন্নতিতে অবদান রাখবে এটাই আমার কাম্য। তোমরা প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করবে। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন-উর রশিদ, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান জি এম আব্দুর রউফ, সদস্য মাহাতাব উদ্দিন সরদার প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক নিমাই চন্দ্র মন্ডল।