বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ছোট পুত্র শেখ রাসেল ২০২৩ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, শেখ রাসেল এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৮ অক্টোবর বুধবার সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, থানা প্রশাসন, বিভিন্ন দপ্তর প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষক-কোমলমতি শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক পরিদক্ষিণ করে উপজেলা পরিষদ হল রুমে শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য, উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও শ্যামনগর থানা এর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জিল জানিয়ে পুষ্পস্থাপক অর্পণ করা হয়। পরবর্তীতে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান, থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবির, প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জি প্রমুখ।