শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:৩৭ অপরাহ্ন

শ্যামনগরে শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারাবাহিকতা ও সাফল্য প্রচারে উঠান বৈঠকে এমপি জগলুল হায়দার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২

এস এম জাকির হোসেন শ্যামনগর থেকেঃ শ্যামনগর উপজেলার নূরনগরে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরতœ শেখ হাসিনা’র দেশব্যাপী উন্নয়ন ও আ’লীগ সরকারের ধারাবাহিক সাফল্য প্রচারে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২ রা ডিসেম্বর বিকাল ৪ টায় নূরনগর ইউপি ৬, ৭ ও ৮ নং ওয়ার্ড আ’লীগের আয়োজনে মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা, ইউপি ও ওয়ার্ড পর্যায়ের আ’লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উঠান বৈঠক শুরু হওয়ার সাথে সাথে শত শত নারী পুরুষ সেখানে উপস্থিত হয়ে এক পর্যায়ে উঠান বৈঠকটিতে জনতার ঢল নামে এবং সেটি জনসভায় পরিণত হয়। উক্ত উঠান বৈঠকে ৭ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মোঃ আব্দুর রউফ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও উপজেলা আ’লীগ সভাপতি এস এম জগলুল হায়দার। এ সময় তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। আর উন্নয়নের বাংলাদেশ মানেই প্রিয় নেত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু মানুষের কাছে স্বপ্ন ছিল আজকে সেটি বাস্তবে পরিণত হয়েছে। দক্ষিণবঙ্গের ২৮টি জেলা আজকে সরাসরি পদ্মাসেতুর মাধ্যমে ঢাকায় যোগাযোগ রক্ষা করে চলেছে। বর্তমান সরকার বাংলার কোটি কোটি মানুষের মাঝে বিনামূল্যে করোনা টিকা প্রদান করেছেন। মুজিব শতবর্ষ উপলক্ষে হাজার হাজার ভূমিহীনদের মাঝে গৃহ প্রদান করেছেন প্রধানমন্ত্রী গরীব অসহায়দের মাঝে বিভিন্ন ভাতা চালু করেছেন, স্বল্পমূল্যে খাদ্য সামগ্রী (ফেয়ার প্রাইস) সরবরাহ করেছেন। এলাকার রাস্তাঘাট সহ সার্বিক বিষয়ে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। প্রত্যান্ত অঞ্চলের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিয়েছেন। বছর শেষে কোমলমতি বাচ্চাদের হাতে বিনামূল্যে নতুন নতুন বই প্রদান করেছেন। আমাদের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। বর্তমান সরকার উন্নয়নের রোল মডেল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্ব ও সময়োপযোগী পদক্ষেপের উপর সবসময় ভরসা রাখবেন। ভবিষ্যতে আপনাদের সুচিন্তিত মতামত বর্তমান সরকারের পক্ষেই প্রদান করবেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও তার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। উঠান বৈঠকে ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক এস এম সোহেল রানা (বাবু) সঞ্চালনায় শ্যামনগর সদর আ’লীগের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর, রতনপুর ইউপি চেয়ারম্যান এম আলীম আল রাজী টোকন, বুড়িগোয়ালিনী ইউপি আ’লীগের সাধারন সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, নূরনগর ইউপি আ’লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ মজিদ, উপজেলা যুবলীগের সদস্য সাইফুল­াহ আল মামুন, ইউপি তাতীলীগের সিনিয়র সহ সভাপতি মেহেদী হাসান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com