বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় শ্রী শ্রী জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারাণীর রথযাত্রা ও মহাৎসব ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৭ জুলাই রবিবার সকাল থেকে অনুষ্ঠিত গোপালপুর শ্রী শ্রী রাধা-গোবিন্দ মন্দিরের আয়োজনে মন্দির প্রাঙ্গনে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, সুশীল সমাজের নেত্রীবৃন্দ, এলাকা ও বিভিন্ন এলাকা থেকে আগত সনাতন ধর্মলম্বী হাজার হাজার ধর্মপ্রাণ নারী-পুরুষের উপস্থিতিতে রথযাত্রা ও মহাৎসব অনুষ্ঠানে গোপালপুর শ্রী শ্রী রাধা-গোবিন্দ মন্দিরের সভাপতি অধ্যক্ষ শ্রীপাদ কৃষ্ণ সখা দাস ব্রক্ষচারী এর সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও রথযাত্রা উদ্বোধন করেন সাতক্ষীরা-০৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাঈদ, ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ, পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ রফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ মোশারফ হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ নুরুজ্জামান টুটুল, প্রভাষক পরিমল কুমার মন্ডল, এ্যাডঃ কৃষ্ণপদ মন্ডল, অত্র মন্দিরের উপদেষ্টা ডাঃ তপন কুমার বিশ্বাস সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। শ্রী শ্রী গোপালপুর রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণ থেকে জগন্নাথ দেবের রথযাত্রাটি শুরু হয়ে নকিপুর হরি মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।