শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:০৬ পূর্বাহ্ন

শ্যামনগরে শ্রেষ্ঠ সহকারি শিক্ষক আব্দুল হামিদ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ শ্রেষ্ঠ সহকারি শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল হামিদ। গত ১৮ সেপ্টেম্বর শ্যামনগর উপজেলা শিক্ষা অফিসার রফিজ মিঞা স্বাক্ষরিত অফিস সূত্রে জানাযায়, ১৫ নং সোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আব্দুল হামিদ শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলা সদর মাজাট গ্রামের মোঃ আব্দুল জলিল ও হালিমা বেগমের সুযোগ্য পুত্র। উলে­খ্য সহকারি শিক্ষক মোঃ আব্দুল হামিদ অত্র বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করার পর থেকে বিদ্যালয়টি উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে পরিচিতি লাভ করে। তার সুদক্ষ পাঠদান এবং সার্বিক ব্যবস্থায় বিদ্যালয়টি থেকে প্রতি বছর ঈর্ষনীয় সাফল্যসহ পিএসসি পরীক্ষায় একাধিক এ+ পেয়ে মেধাবৃত্তি প্রাপ্ত হয়। সহকারি শিক্ষক মোঃ আব্দুল হামিদ ‘শিক্ষার্থীর শিষ্টাচার নৈতিকতা ও মূল্যবোধ চর্চা’ শিক্ষামূলক গবেষণার সহযোগী গবেষক হিসাবে কর্মরত। তিনি ক্রীড়া সংগঠক ও রেফারি। তার নেতৃত্বে ২০১৩ সালের উপজেলার খ্যাগড়াদানা সরকারি প্রাথমিক বিদ্যালয় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বিভাগীয় চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে। তিনি চারু ও কারুকলা ট্রেইনার এবং ছবি আঁকা পারদর্শী। বর্তমানে বিদ্যালয়টিতে শিক্ষার্থীরা আনন্দদায়ক পরিবেশে সুনামের সহিত অধ্যায়ন করছে। সহকারী শিক্ষক আব্দুল হামিদ শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হওয়ায় তার সহকর্মী শিক্ষকবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, সুশীল সমাজ এবং বিভিন্ন সংগঠন প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com