বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় সাতক্ষীরা ৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৮ জানুয়ারি রবিবার বিকাল ৩ টায় উপজেলা সদরে প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আল মারজান ইন্টারন্যাশনাল ইসলামি একাডেমির আয়োজনে অডিটোরিয়াম হল রুমে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, অত্র প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আল মারজান ইন্টাঃ ইসলামি একাডেমির চেয়ারম্যান প্রভাষক মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে নবনির্বাচিত সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে ফুলের মাল্য ও সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের সহকারী উপাধ্যক্ষ মোঃ নুরুজ্জামান ও শিক্ষক মোঃ মামুনুর রশিদ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ সাইদ-উজ-জামান সাইদ, শ্যামনগর থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ একে এম জাফরুল আলম বাবু, ইউপি চেয়ারম্যান গাজী আনিসুজ্জামান আনিচ প্রমুখ।