বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে বিভিন্ন কৃষিযন্ত্র বিতরণ করা হয়েছে। “কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ১৬ মে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার হিসেবে উপজেলার কৃষি অফিস কার্যালয়ে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যন্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে কম্বাইন হারভেস্টার ৭টা, রিপার বাইন্ডার ১৫, রিপার ২৪ টা, রাইস ট্রান্সপ্লান্টার ৪ টা, পাওয়ার স্প্রেযার ৫ টা কৃষকের মাঝে বিতরণ করা হয়। উক্ত বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও সুফলভোগী কৃষক পরিবারের সদস্যবৃন্দের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার মোঃ নাজমুল হুদা এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে কৃষিযন্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সাইদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা সমাজসেবা অফিসার আলিফুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা দেবীর রঞ্জন মন্ডল, উপজেলা আ’লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক এ্যাডঃ শেখ নুরুজ্জামান টুটুল সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।