বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় সমবায়ীদের সাথে মতবিনিময় সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ২৮ ডিসেম্বর বুধবার বেলা ১১ টায় উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে উপজেলার ২৫ টি সমবায় সমিতি থেকে ৫০ জন সদস্যের অংশগ্রহণে দিনব্যাপী মতবিনিময় সভায় উপজেলা সমবায় অফিসার মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার এফ এম সেলিম আখতার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমবায় ট্রেনিং অফিসার মোঃ আশরাফ আলী, সহকারি পরিদর্শক মোঃ আমির হোসেন, উপজেলা মৎস্যজীবী জেলা সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আশরাফ, মোঃ আব্দুর রউফ, মোঃ আব্দুস সাত্তার প্রমুখ। উক্ত সভায় স্ব স্ব সমিতির সঞ্চয়-আমানত সঠিকভাবে সংরক্ষণ করা এবং সকল সমবায় সদস্যদের মধ্যে শেয়ার ও সঞ্চয়ী অনুযায়ী লভ্যাংশ বন্টন এবং বাৎসরিক এজিএম সঠিক সময় করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।