ভ্রম্যমান প্রতিনিধি ॥ সমবায় শক্তি সমবায়ই মুক্তি, বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন, এই উপপাদ্যকে সামনে রেখে শ্যামনগরে সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় বিআরডিবির হলরুমে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড শ্যামনগর শাখার আয়োজনে পবিত্র কুরআন ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ জিএম ওসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এসএম আতাউল হক দোলন। এ সময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শী চেতনার ফল আজকের এই বিআরডিবি। বাংলাদেশের মানুষ অস্বচ্ছ অর্থনীতির বেড়াজাল ভেঙে যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় সেজন্য তিনি প্রতিষ্ঠানটি সৃষ্টি করেছিলেন। তার সুফল সমগ্র বাংলাদেশের ন্যায় সাতক্ষীরা জেলার উপকূলীয় উপজেলা শ্যামনগরের মানুষ ভোগ করছে। বিআরডিবি উপকূলীয় উপজেলার মানুষের জন্য সোনায় সোহাগায় পরিণত হয়েছে। শ্যামনগরের এই শাখাটি সমগ্র বাংলাদেশে জন্য আইডলে পরিণত হয়েছে। ঋণ প্রদান ও আদায়ে শতভাগ নিশ্চিত হওয়ায় প্রতিষ্ঠানটি বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। এজন্য তিনি সংশ্লিষ্ট দপ্তরে কর্মরত সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈদ, মহিলা ভাইচ চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, চেয়ারম্যান অধ্যক্ষ জাফরুল আলম বাবু, গাজী আনিসুজ্জামান আনিস, শেখ নুরুজ্জামান টুটুল, বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন, আব্দুল জলিল, সহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিআরডিবির আর ডি ও ওয়াহিদ মুরাদ।