বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার রমজাননগরে সমুদ্রে মৎস্য আহরণ নিষিদ্ধকালীন সময়ে জেলেদের জন্য বিশেষ (ভিজিএফ) এর চাউল বিতরণ করা হয়েছে। গতকাল ৩ জুন সোমবার বিকেল ৪ টায় সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তর ও রমজাননগর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে ২০ মে থেকে ২৪ জুলাই ৬৫ দিনে সমুদ্রে মৎস্য আহরণ নিষিদ্ধকালীন সময়ে জেলেদের জন্য বিশেষ (ভিজিএফ) চাউল বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও অত্র এলাকার সুবিধাভোগী পরিবারের সদস্যবৃন্দের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ৭৩৫ জন জেলেদের মাঝে প্রত্যেককে ৫৬ কেজি করে খাদ্য সহায়তার চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা-০৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক মোঃ সাঈদ উজ-জামান সাঈদ, ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল হুদা রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, ক্ষুদ্র মৎস্যজীবী জেলা সমিতির উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আলী আশরাফ, সমাজসেবক মোঃ হুমায়ুন কবীর প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউপি সচিব মোঃ আবু হেনা।