বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে খোলা বাজারে (ওএমএস) চাল বিক্রয় শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ দপ্তর এর আয়োজনে নকিপুর বাজার সংলগ্ন গরু হাটখোলা স্থলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক নির্ধারিত মূল্যে ৩০ টাকা কেজি দরে জন প্রতি ৫ কেজি করে চাল বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চাউল বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা এইচএম মোঃ কামরুজ্জামান, উপজেলা পলী উন্নয়ন অফিসার মোঃ অয়াহিদ মুরাদ, নকিপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন রায় প্রমুখ।