শ্যামনগর ব্যুরো \ সাতক্ষীরা থেকে প্রকাশিত জনবহুল ও পাঠক নন্দিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার শ্যামনগর উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ রমজান শুক্রবার বিকালে নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মতবিনিময় ও ইফতার মাহফিলে শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিশেষ প্রতিনিধি এসএম জাকির হোসেন এর সার্বিক ব্যবস্থাপনায় ও সভাপতিত্বে এবং শ্যামনগর ব্যুরো প্রধান এম আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন নূরনগর আশলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ শামীম আহমেদ, কালিগঞ্জ প্রতিনিধি এসএম আহম্মাদ উল্যাহ বাচ্চু, ভ্রাম্যমাণ প্রতিনিধি মোঃ আবু ইদ্রিস, মুন্সীগঞ্জ ইউনিয়ন প্রতিনিধি মোঃ সোহরাব হোসেন, রমজাননগর প্রতিনিধি মোঃ আমিনুর রহমান, পদ্মপুকুর প্রতিনিধি মোঃ শামীম হোসেন, ঈশ্বরীপুর প্রতিনিধি হুসাইন বিন আফতাব, কৈখালী প্রতিনিধি মোঃ আবু জাফর, আটুলিয়া প্রতিনিধি মোঃ সাইদুল রহমান, ভুরুলিয়া প্রতিনিধি সুলতানুল আরেফিন, গাবুরা প্রতিনিধি মনিরুল ইসলাম বাবু, ব্যবসায়ী মোঃ মঈন উদ্দিন আহমেদ ময়না, ডিএম রবিউল ইসলাম মুকুল, মোঃ শহিদুল ইসলাম, মোঃ ফারুক হোসেন, এনজিও কর্মকর্তা রাহুল দেব ঘোষ, পত্রিকা পরিবেশক মোঃ আব্দুর রউফ ও মোঃ আবু মুছা, সুবোল রক্ষিত, সুমন মুখার্জী, মোঃ মোসলেম আহমেদ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভায় বিভিন্ন ইউনিয়ন প্রতিনিধিদের পত্রিকার পাঠক সংখ্যা বৃদ্ধি, নিয়মিত বস্তুনিষ্ঠ সংবাদ লেখা, এলাকার উন্নয়নের চিত্র তুলে ধরা, ভয়-ভীতি উপেক্ষা করে সঠিক সংবাদ পরিবেশন করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে ইফতার মাহফিলে দৈনিক দৃষ্টিপাত পত্রিকার মঙ্গল এবং উন্নতি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নূরনগর শিশুসাহিত্য গবেষণা পরিষদের সভাপতি ডাঃ মাওঃ মাহমুদুল হাসান ইসরাফিল।