বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় বিষধর (কালার) সাপের কামড়ে আনন্দ মন্ডল (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ভুরুলিয়া বলভপুর গ্রামের মৃত নরেন্দ্র নাথ মন্ডলের পুত্র। ঘটনা সূত্রে জানাযায়, গত শনিবার রাত ২ টা ৩০ মিনিটে নিজ শয়ন কক্ষে ঘুমান্ত অবস্থায় তাকে বিষধর সাপে দংশন করে এবং তার মৃত্যু হয়। পরবর্তীতে বিষধর সাপটিকে মেরে ফেলা হয়। এ বিষয়ে ভূরুলিয়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু ঘটনা সত্যতা নিশ্চিত করে দৈনিক দৃষ্টিপাতকে জানান, রাতে ঘুমন্ত অবস্থায় তাকে সাপে কামড় দেয়। কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেরিতে নেওয়ার কারনে তার মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান বলেন, ওই ব্যক্তিকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরকারী ভাবে বিভিন্ন বিষধর সাপে কামড়ানো রুগীদের জন্য উন্নত মানের এন্টিভেনাম ভ্যাকসিন সরবরাহ আছে। তার মৃত্যুতে অত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।