শ্যামনগর ব্যুরো: শ্যামনগরে ৫’শ দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী উপহার প্রদান করা হয়েছে। গতকাল বেলা ১১ টায় উপজেলার শ্রেষ্ঠ যুব স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিমের উদ্যোগে ও বাস্তবায়নে এবং কানাডিয়ান প্রবাসী ও ভিসা কাউন্সিলিং এজেন্সি বিহেয়ার এর সহযোগিতায় উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সিডিওর প্রতিষ্ঠাতা পরিচালক গাজী আল ইমরানের সঞ্চালনায় করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম আতাউল হক দোলন। এসময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আলিম, শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সাংবাদিক এস কে সিরাজ, ইউপি সদস্য দেলোয়ারা বেগম, ইউপি সদস্য কুলসুম জাহান, সাংবাদিক আবু সাঈদ, সাংবাদিক এম.কামরুজ্জামান, সিডিও ইয়ুথ টিমের আহবায়ক ফজলুল হক, যুগ্ম আহবায়ক গোলাম রব্বানী, সদস্য সচিব আনিসুর রহমান, হাফিজুর রহমান হাফিজ প্রমুখ।