বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের “এইচ টু ওঃ এ সিস্টেমিক ওয়াটার প্রজেক্ট ইন বাংলাদেশ” এর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২০ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় লিডার্স এর সহযোগিতায় সুইসকন্ট্যাক্ট বাংলাদেশ এর বাস্তবায়নে উপজেলা পরিষদ হল রুম উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধানগণ, বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাঈদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লিডার্স এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন লিডার্সের প্রোগ্রাম অফিসার ইকবাল ফারুক এবং সুইসকন্ট্যাক্ট বাংলাদেশ থেকে এইচ টু ও প্রকল্পের ম্যানেজার-ইন্টারভেনশন মোঃ সাইদুজ্জামান পুলক।