এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে ॥ সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলা সদর হায়বাতপুরে অবস্থিত সুন্দরবন এ্যাপোলো হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও সেবা ক্লিনিক বন্ধের ঘোষণা করা হয়েছে। গতকাল ১৫ জানুয়ারি বুধবার দুপুর ২ টায় সাতক্ষীরা সিভিল সার্জেন্ট ডাক্তার মোঃ আব্দুস সালাম উপজেলার সুন্দরবন এ্যাপোলো হসপিটাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও সেবা ক্লিনিকে অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে সুন্দরবন এ্যাপোলো হসপিটালের পরিচালনা সংক্রান্ত বৈধ কাগজপত্র না থাকায় ও সরকারি নির্দেশনা অনুযায়ী ডাক্তার ও নার্স না থাকায় এবং সেবা ক্লিনিকে সরকারি নির্দেশনা অনুযায়ী ডাক্তার ও নার্স না থাকায় উভয় ক্লিনিককে বন্ধ ঘোষণা করেন এবং তালা ঝুলিয়ে দেন। তিনি উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমানকে উপজেলার সকল ক্লিনিক, প্যাথোলজি, হসপিটাল বৈধ কাগজপত্র সহ সরকারি নির্দেশনা মোতাবেক চলছে কিনা তা খতিয়ে দেখার জন্য নির্দেশ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, মেডিকেল অফিসার ডাঃ সুমনা, সিভিল সার্জেন্ট অফিসের প্রধান সহকারি আশেক নেওয়াজ সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা বৃন্দ।