বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় ১৪ ফেব্র“য়ারি সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট বা লবণাক্ত বনাঞ্চল সুন্দরবন। বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম প্রশস্ত বনভূমি এটি। সমুদ্র উপকূলবর্তী লোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। “সুন্দরবন বাঁচাও, বাংলাদেশ বাঁচাও” এই স্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলা প্রেসক্লাব চত্বরে স্থানীয় বেশকিছু সেচ্ছাসেবী সংগঠনের ব্যনারে ১৪ ফেব্র“য়ারিকে ‘সুন্দরবন দিবস’ স্বীকৃতির দাবিতে সেচ্ছাসেবী ও শিক্ষার্থীদের সমন্বয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। উক্ত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, সুন্দরবন একের পর এক প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলবর্তী এ এলাকার মানুষকে রক্ষায় নিজেকে বিলিয়ে দিচ্ছে। কিন্তু সুন্দরবন নিজেই ভাল নেই। প্রতিনিয়ত জীব-প্রাণ বৈচিত্র্য ধ্বংস করে সুন্দরবনকে উজাড় করা হচ্ছে। অস্তিত্ব সংকটে পড়া সুন্দরবনকে রক্ষায় তাই সরকারি ভাবে নানাবিধ উদ্যোগ গ্রহণের পাশাপাশি ১৪ ফেব্র“য়ারিকে সুন্দরবন দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়ে সুন্দরবন সুরক্ষায় সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণের দাবি জানান।