বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার কাশিমাড়ীতে সুপেয় পানির ট্যাংক সরবরাহ অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৬ জুলাই মঙ্গলবার বেলা ১১ টায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ২০২৩-২৪ অর্থ বছরে উপজেলা পরিষদ বিশেষ তহবিলের আওতায় উপজেলা এলজিইডি অফিসের বাস্তবায়নে উপজেলার গোবিন্দপুর আবু হানিফ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অত্র ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের এজেন্টদের মাঝে ৩০০০ হাজার লিটারের ৮০ টি পানির ট্যাংক বিতরণ করা হয়। উক্ত বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা, এলজিডি অফিসের কর্মকর্তা ও আওয়ামী লীগ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পানির ট্যাংক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা-০৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দলীয় নেতা কর্মীদের প্রতি খুবই আন্তরিক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অত্র এলাকা থেকে যারা নৌকা প্রতীকের বিজয়ের জন্য দিন-রাত এক করে শ্রম দিয়ে নৌকাকে বিজয়ী করেছেন তাদের শ্রমের প্রতিদান স্বরূপ প্রধানমন্ত্রীর উপহার হিসাবে পানির ট্যাংক সরবরাহ করা হচ্ছে। আপনারা সরকারের প্রতি আস্থা রেখে বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবেন। প্রধানমন্ত্রীর সুদক্ষ পরিচালনায় দেশ এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। তিনি প্রধানমন্ত্রী’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা অধ্যক্ষ গাজী শফিকুল ইসলাম, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল, সংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, শ্রম বিষয়ক সম্পাদক কুমুদ রঞ্জন গায়েন, অর্থ সম্পাদক আব্দুস সবুর মোল্লা, উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক মেহেদী হাসান মারুফ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউপি চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ।