বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার আটুলিয়াতে সুপেয় পানি সরবরাহ প্লান্টের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল ১৫ জানুয়ারি রবিবার বিকাল ৪ টায় বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে জনপ্রিতিনিধি, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ মুজিবুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভা শেষে আটুলিয়া ইউনিয়ন পরিষদের অভ্যন্তরে ফিতা কেটে এবং পানি প্লান্টের ট্যাপ খুলে পানি উৎসবের শুভ উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.আতাউল হক দোলন। স্বাগত বক্তব্য রাখেন বন্ধু ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ্জ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, আটুলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ বাবু, মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা, উপজেলা আ’লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জি এম সালাউদ্দিন আহমেদ, আটুলিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি গাজী কামরুল ইসলাম, পদ্মপুকুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ নূর ইসলাম, আ’লীগনেতা মারুফ বিলাহ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন নওবেঁকি মহাবিদ্যালয়ের সিনিয়র প্রভাষক এস এম হারুন-অর-রশীদ।