বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী আবাদ চন্ডিপুর খোসালখালীতে স্ত্রী খাদিজার বিরুদ্ধে ঘুমন্ত অবস্থায় স্বামী আবু হাসান মালি (৩৫) কে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত ১১ আগষ্ট রবিবার গভীর রাতে। নিহত মোঃ আবু হাসান মালি একই গ্রামের হামিদ মালির পুত্র। এলাকাবাসী জানান, প্রতিদিনের ন্যায় রাতে স্বামী স্ত্রী খেয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে প্রতিবেশিরা দেখতে পায় স্ত্রী খাদিজা বেগম ঘরে নাই। ঘরের দরজা তালা দিয়ে আটকানো এবং জানালা দিয়ে দেখতে পায় আবু হাসান গলা কাটা অবস্থায় পড়ে রয়েছে ঘরের মেঝেতে। ভোরের দিকে স্থানীয় মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড হতে বিআরটিসির বাস যোগে খুলনা যাওয়ার সময় খাদিজার কথাবার্তা ও আচরণ অস্বাভাবিক মনে হলে বাসের সুপারভাইজার তাকে খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র সমাজের কাছে হস্তান্তর করে। এসময় ছাত্র সমাজের কাছে খাদিজা স্বামীকে হত্যার কথা স্বীকার করলে তারা তাকে খুলনার হরিনটানা থানায় সোপর্দ করে। এ বিষয়ে বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম জানান, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার সঞ্জীব দাশ, বাংলাদেশ সেনাবাহিনী ও থানা পুলিশকে জানালে সাথে সাথে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এবিষয়ে উপজেলা নিবার্হী অফিসার সঞ্জীব দাশ জানান, ঘাতক স্ত্রীকে খুলনা জিরো পয়েন্ট থেকে আটক করে হরিণটানা থানায় সপর্দ করা হয়েছে।