বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় স্বাধীনতা শিক্ষক পরিষদের ত্রি বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৪টায় স্বাধীনতা শিক্ষক পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে জেলা, উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের উপস্থিতিতে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে প্রধান শিক্ষক কৃষ্ণনন্দ মুখার্জি এর সভাপতিত্বে এবং উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাইদ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি প্রভাষক এম সুশান্ত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি মাওঃ মোঃ হাফিজুর রহমান, জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, জেলা স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওঃ আব্দুর রউফ, জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সহ-সভাপতি কবি শাহজাহান সিরাজ ও মোঃ জহিরুল আলম, অর্থ সম্পাদক সুকুমার রায়, সাংগঠনিক সম্পাদক পার্থ সেন, দপ্তর সম্পাদক খন্দকার আনিসুর রহমান, সহকারী অধ্যাপক পাল শুভাষীষ, মোঃ জাফর উলাহ, প্রভাষক মাওঃ শহিদুলাহ, কালীগঞ্জ উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি দেবব্রত কুমার মিস্ত্রী, শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শিক্ষক মোঃ মামুনুর রশিদ, প্রভাষক ডালিয়া পারভীন, প্রধান শিক্ষক মতিউর রহমান, শিক্ষক বিদেশ কুমার মন্ডল, প্রভাষক পলাশ চন্দ্র মন্ডল, প্রধান শিক্ষক মনোদেব সরকার, শিক্ষক আইয়ুব আলী, শিক্ষক মোঃ আব্দুর রহিম, শিক্ষক রনজিত বর্মন প্রমূখ। সভায় সকলের সম্মতিক্রমে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাইদকে সভাপতি এবং প্রধান শিক্ষক দেবব্রত মন্ডলকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয় এবং নবনির্বাচিত সভাপতি ও সম্পাদককে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার দিক নির্দেশনা মূলক পরামর্শ প্রদান করা হয়।