বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় শ্যামনগর টু মুন্সিগঞ্জ সড়কে মোটরসাইকেল ও মোটর ভ্যান সংঘর্ষে মারাত্মক আহত হয়েছে দুইজন। ঘটনা সুত্রে জানাযায়, গতকাল ৮ নভেম্বর বুধবার বিকাল সাড়ে ৪ টায় মুন্সিগঞ্জ গ্যারেজ থেকে কিছুদূরে সুরেন বাবুর কালভার্টের পাশে এই দুর্ঘটনাটি ঘটে। এতে মারাত্মক আহত হয়েছে উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের সামাদ গাজীর পুত্র ডিম ব্যবসায়ী জামাল গাজী (৩৮) ও মুন্সিগঞ্জ উত্তর কদমতলা শেখ বাড়ি মোড়ের বাসিন্দা শফির পুত্র আব্দুর রহমান (২৬)। প্রত্যক্ষদর্শীরা জানান, মুন্সিগঞ্জ গ্যারেজের দিক থেকে একটি ডাম্পার যাচ্ছিলো মুন্সিগঞ্জ স্ট্যান্ডের দিকে। তার পিছে ছিলো একটা মোটর ভ্যান। মুন্সিগঞ্জ স্ট্যান্ডের দিক থেকে একটি দ্রুতগামী মোটরসাইকেল এসে সুরেন বাবুর কালভার্টের পাশে মোটর ভ্যান এর সাথে মারাত্মক সংঘর্ষ হয়। এতে জামাল এর ডান চোখের ওপর মারাত্মক ক্ষত হয়ে চোখ বের হয়ে গেছে। আর আব্দুর রহমানের ডান পা ভেঙে গেছে। মোটরসাইকেল ও ভ্যানটি ভেঙে গেছে। স্থানীয়রা আহত দুইজনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। সেখানে তারা চিকিৎসাধীন।