বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ডাম্পার-ট্রলি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। ঘটনাটি ঘটে গতকাল ২৩ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় উপজেলার হায়বাতপুর-নওয়াবেঁকী সড়কের হায়বাতপুর শেখপাড়া এলাকায়। নিহত ব্যক্তি হলেন শ্যামনগর পৌরসভার দাদপুর গ্রামের মোহাম্মদ আলীর পুত্র রফিকুল ইসলাম করিম (৩০)। তিনি পেশায় ভাড়ায় মোটরসাইক চালক ছিলেন। ঘটনা সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮ টার দিকে মোটরসাইকেল চালক করিম নাওয়াবেঁকী থেকে শ্যামনগরের দিকে আসতেছিল। ওই সময় একই দিক থেকে একটি বালি বোঝাই ডাম্পার আসতেছিল। এসময় হায়বাতপুর শেখপাড়া এলাকার জননী ডেকোরেটরের সামনে পৌঁছালে মোটরসাইকেল চালক করিম পিছন দিক থেকে ডাম্পারটি ওভারটেক করতেই বিপরীত দিক থেকে আসা একটি ইট বোঝাই ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক করিম সড়কে ছিটকে পড়েন। পরের স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাঃ শাকির হোসেন বলেন, মোটরসাইকেল চালককে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ দৈনিক দৃষ্টিপাতকে জানান, দুর্ঘটনাকবলিত নিহত রফিকুল ইসলাম করিম এর পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।