বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় পবিত্র রমজান মাস উপলক্ষে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১ টায় বেসরকারী সংস্থা সুশীলন এর উদ্যোগে ইউকে ভিত্তিক দাতা সংস্থা পেনি এ্যাপিল এর আর্থিক সহযোগিতায় মুন্সিগঞ্জ সুশীলন টাইগার পয়েন্টে উপজেলার মুন্সিগঞ্জ এবং বুড়িগোয়ালীনি ইউনিয়নের ৬২ টি অতিদরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের মাঝে পবিত্র রমাজান মাসে খাদ্য সহায়তা হিসেবে নিত্যপ্রয়োজনীয় ১৫ ধরনের খাদ্য ও ইফতার সামগ্রী এবং পরিবার প্রতি নগদ ২০০০/= টাকা বিতরন করা হয়। উক্ত বিতরণ অনুষ্ঠানে সুশীলনের উপ-পরিচালক রফিকুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পেনি এ্যাপিল এর প্রতিনিধি মোঃ মাসুদ রানা, মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা, উপজেলা সমাজসেবা অফিস এর প্রতিনিধি কিরন শংকর চট্রোপাধ্যায়। সমগ্র অনুষ্ঠানটির সার্বিক আয়োজনে সহায়তা করেন সুশীলন এর এস এম জাকির হোসেন, সাজ্জাদ হোসেন সাজু, তাপস কুমার মিত্র।