শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন

শ্যামনগরে হরিণের মাংস সহ এক শিকারী আটক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় হরিণের মাংস সহ একজন শিকারীকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। ঘটনা সূত্রে জানাযায়, পশ্চিম সুন্দরবন বন বিভাগের বুড়িগোয়ালিনী ও কোবাতক বন স্টেশন অফিসের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ২ নভেম্বর বুধবার দুপুর ১ টা ৩০ মিনিটে বুড়িগোয়ালিনী বন স্টেশন কর্মকর্তা (এসও) নূরে আলমের নেতৃত্বে গোলখালী গ্রামে অভিযান চালিয়ে ৩০/৪০ কেজি হরিণের মাংস সহ আদম আলী গাজী (৪০) নামে এক হরিন শিকারীকে আটক করে। আটককৃত শিকারি গোলখালী গ্রামের জাফর আলী গাজীর পুত্র। এবিষয়ে সাতক্ষীরা রেঞ্জ সহকারী বনসংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবল হোসেন চৌধুরী ঘটনা সত্যতা নিশ্চিত করে দৈনিক দৃষ্টিপাতকে জানান, অভিযানে ৩০/৪০ কেজি হরিণের মাংস সহ মাথা ও চামড়া এবং একজন হরিণ শিকারীকে আটক করে বন বিভাগের সদস্যরা। আটক শিকারীকে বন আইনে মামলা দিয়ে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com