এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে ॥ শ্যামনগর উপজেলায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যবৃন্দের উপস্থিতিতে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডাঃ মোঃ জিয়াউর রহমান এর সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাঈদ, সদস্য উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ, সমাজসেবা অফিসার মোঃ আরিফুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মইনুল ইসলাম, আরএমও ডাঃ তরিকুল ইসলাম, সমাজসেবক আলহাজ্ব আফজাল সরদার, ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান জি এম শোকর আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন, শেখ আফজালুর রহমান, নকশী কাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জি প্রমুখ। সভায় স্বাস্থ্য সেবা, অবকাঠামো, পানি নিষ্কাশনের ড্রেনের ব্যবস্থা, স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।