বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার রমজানগর থেকে ১১টি গাঁজা গাছ সহ আজিবর গাজী (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত সোমবার রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল উপজেলার রমজানগরে অভিযান চালিয়ে ১১টি গাঁজা গাছ সহ রমজাননগর গ্রামের মৃত দুলাব গাজীর পুত্র আজিবার গাজীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক দৃষ্টিপাতে জানান, ১১টি গাঁজা গাছ সহ আজিবর গাজী নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।