বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার শংকরকাঠি এলাকা থেকে ১ শত পিছ ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সাতক্ষীরা ডিবি পুলিশ। ঘটনা সুত্রে জানাযায়, গত বুধবার দুপুর ২ টায় সাতক্ষীরা জেলা গোয়েন্দা বিভাগের এস আই আরিফ ও এ এস আই ফজলুল হকের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল উপজেলার শংকরকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে মাদকদ্রব্য ইয়াবা বিক্রয় কালে ১০০ পিচ ইয়াবা সহ উপজেলার গোবিন্দপুর গ্রামের আলহাজ্ব মুজিবর রহমানের পুত্র রাসেল হোসেন (৩২) ও নকিপুর গ্রামের হযরত আলীর পুত্র রাজ হোসেন (২২) কে গ্রেফতার করে। তারা দুজন নিজেরা মাদক সেবনের পাশাপাশি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বেঁচা বিক্রি করে আসতেছে বলে জানিয়েছে স্থানীয়রা। পরবর্তীতে জব্দকৃত ইয়াবা ও আটককৃত মাদক ব্যবসায়ীদেরকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়। এবিষয়ে থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মোঃ শহিদুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে দৈনিক দৃষ্টিপাতকে জানান, সাতক্ষীরা ডিবি পুলিশ দুই মাদক ব্যাবসায়িকে বুধবার আটক করে শ্যামনগর থানায় সোপর্দ করে। আটককৃত মাদক ব্যবসায়ীদেরকে বৃহস্পতিবার মাদক মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।