এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে ॥ শ্যামনগর উপজেলায় এক হাজার পিস গুলিসহ একটি ভারতীয় এয়ারগান উদ্ধার করেছে থানা পুলিশ। গত ৩০ সেপ্টেম্বর শনিবার রাত ১১টার দিকে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহাবুরের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার আটুলিয়া ইউনিয়নের বাদুড়িয়া এলাকা থেকে গুলিসহ ইয়ারগানটি উদ্ধার করে। তবে, পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক দৃষ্টিপাতকে জানান, চোরাকারবারীরা ভারত থেকে এয়ার গান এনে বিক্রি করছে এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় চোরাকারবারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও তাদের ফেলে যাওয়া গুলিসহ এয়ার গান উদ্ধার করা সম্ভব হয়। এঘটনায় থানায় একটি মামলা হয়েছে।