এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে\ শ্যামনগর উপজেলায় ২০০৪ সালে ২১ আগস্ট জননেত্রী শেখ হাসিনা ও জাতীয় নেতৃবৃন্দকে হত্যার উদ্দেশ্য বর্বোরচিত গ্রেনেড হামলায় আইভী রহমান সহ ২৪ জন আওয়ামীলীগ নেতৃবৃন্দের হত্যাকান্ডের মূল হোতা তারেক জিয়া সহ সকল আসামিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২১ আগস্ট বিকাল ৫ টায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনের উপজেলা আ’লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলার জে সি কমপ্লেক্স থেকে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক পরিদক্ষিণ করে জে সি কমপ্লেক্স চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে উপজেলা আ’লীগের সভাপতি সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক স ম আব্দুস সাত্তার ও মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক গাজী গোলাম মোস্তফা, প্রচার ও প্রকাশনা সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাইদ, আইন বিষয়ক সম্পাদক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আউয়ুব ডলি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিএম সালাউদ্দিন আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।