বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীতে ২৪০ টি পরিবারের মাঝে পানির ট্যাংকি ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। গতকাল ১ এপ্রিল শনিবার বেলা ১২ টায় মুক্তি ফাউন্ডেশন এর উদ্যোগে উপজেলার দ্বীপায়ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অত্র ইউনিয়নের ৫,৬ ও ৯ ওয়ার্ডের ২৪০ পরিবারের মাঝে পরিবার প্রতি ২০০ লিঃ পানির ট্যাংকি ও নগদ ১৫,০০০/= টাকা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, মুক্তি ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী এবং সুফলভোগী পরিবারের সদস্য ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন মুক্তি ফাউন্ডেশন নির্বাহী পরিচালক গোবিন্দ ঘোষ।