এস এম জাকির হোসেন শ্যামনগর থেকেঃ শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের ১১৬নং হাওলভাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আটুলিয়া সোহরাবিয়া দাখিল মাদ্রাসা পরিদর্শন করা হয়েছে। গতকাল ৩০ আগষ্ট সোমবার সকাল ৯ টা ১০মিনিটে আকস্মিকভাবে অত্র প্রাথমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসা পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন। এ সময় সরজমিনের যেয়ে দেখেন সকাল ৯ টা থেকে শিক্ষা প্রতিষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও নির্দিষ্ট সময়ে শিক্ষা প্রতিষ্ঠানের আংশিক কার্যক্রম শুরু হয় এবং কিছু শিক্ষক অনুপস্থিত থাকায় অধিকাংশ ক্লাস (পাঠদান) শুরু হয়নি। প্রাথমিক বিদ্যালয় ৫ জন শিক্ষক উপস্থিত থাকার কথা থাকলেও সেখানে উপস্থিত ছিলেন ৪ জন শিক্ষক। পরবর্তীতে অত্র দাখিল মাদ্রাসা পরিদর্শনে গেলে সেখানে ১৬ জন শিক্ষক কর্মচারী মধ্যে মাত্র ৫ জন শিক্ষক উপস্থিত ছিলেন। যথা সময়ে শিক্ষক কর্মচারী অনুপস্থিত থাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রতিষ্ঠান প্রধানের নির্দেশনা প্রদান করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার। পরিদর্শন শেষে উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী অফিসার দৈনিক দৃষ্টিপাতকে জানান, আমরা গোপন সূত্রে জানতে পেরেছি উপজেলার কিছু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীরা শিক্ষা প্রতিষ্ঠানে না যেয়ে ব্যক্তিগত কাজে সময় ব্যয় করেন। তারই পরিপ্রেক্ষিতে আজ সোমবার ২টি শিক্ষা প্রতিষ্ঠানে আকস্মিকভাবে সরোজমিনে পরিদর্শন করে ঘটনা সত্যতা পাই এবং প্রতিষ্ঠান প্রধানকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করি। এ ধরনের পরিদর্শন আগামীতে আমাদের অব্যাহত থাকবে এবং অভিযুক্ত শিক্ষক কর্মচারীদের আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।