বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় পল্লী জীবিকায়ন (পজীপ) ৩য় পর্যায়ে ৩ দিন ব্যাপী মৎস্য চাষ বিষয়ক আয়বর্ধকমূলক প্রশিক্ষণ শেষে সনদপত্র ও সুফলভোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। “উন্নত পল্লী উন্নত দেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ২১ নভেম্বর মঙ্গলবার দুপুর ১ টায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) শ্যামনগরের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও অত্র প্রকল্পের সুফলভোগীদের উপস্থিতিতে মৎস্য চাষ বিষয়ক ৪০ জনের আয়বর্ধকমূলক প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ ও ২০২২-২৩ অর্থবছরের সুফলভোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ ওয়াহিদ মুরাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা বিআরডিবি এর উপ-পরিচালক আবু আফজাল মোহাম্মদ সালেহ। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার তুষার মজুমদার। কোর্স পরিচালক হিসেবে ছিলেন অত্র প্রকল্পের উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ নুরুজ্জামান। কোর্স সমন্বক হিসেবে ছিলেন হিসাবরক্ষক মোঃ সাইফুল্লা।