বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় ৪০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১জন মাদক সরবরাহকারীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত ব্যক্তি হলেন উপজেলা কাশিমাড়ী ইউনিয়নের জয়নগর গ্রামের মাজের সরদার এর পুত্র শিমুল সরদার (২৬)। গত ১৫ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় জয়নগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৪০ পিস ইয়াবা সহ শিমুল সরদারকে আটক করে থানার এসআই সাখায়েতুল ইসলাম, এএসআই সাইফুল ইসলাম ও কনস্টেবল প্রভাষ দাস সহ সংগীয় ফোর্স। এ বিষয় থানা অফিসার ইনচার্জ মোঃ নূরুল ইসলাম বাদল ঘটনা সত্যতা নিশ্চিত করে দৈনিক দৃষ্টিপাতকে জানান, আটক ব্যক্তিকে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।