মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৩:১০ পূর্বাহ্ন

শ্যামনগরে ৭১ এর মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সহ গ্রেফতার ৪

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ৭১ সালে মানবতাবিরোধী অপরাধ মামলার ৪ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল ৭ সেপ্টেম্বর বুধবার বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের মৃত বরকত উল­ার পুত্র সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম মহসিন উল মুলক, মুন্সিগঞ্জ ইউনিয়নের মৃত নাসির উদ্দিনের পুত্র জি এম মহিউদ্দিন, একই গ্রামের মৃত জোহর আলী গাজীর পুত্র মোঃ ফজর আলী ও শ্রীফলকাটি গ্রামের মৃত মান্দার মোল­ার পুত্র কুদ্দুস মোল­া। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনা সত্যতা নিশ্চিত করেন দৈনিক দৃষ্টিপাতকে জানান, ৭১ এর মানবতার বিরোধী অপরাধ মামলায় ৪জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল অর্থাৎ আজ বৃহস্পতিবার সকালে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। উলে­খ্য ১৯৭১ সালের ১০ অক্টোবর শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ কদমতলা গ্রামের সুরেন্দ্রনাথ মন্ডলকে বাড়ি থেকে তুলে নিয়ে নদীর পাড়ে গুলি করে হত্যার অভিযোগে উলি­খিত চার ব্যক্তির বিরুদ্ধে ২০০৯ সালের ২৬ এপ্রিল মামলা দায়ের করেন সুরেন্দ্রনাথ মন্ডলের কন্যা চদনা রানী মণ্ডল। এ মামলায় আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com