শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০১:৪৮ পূর্বাহ্ন

শ্যামনগর আ’লীগের ইফতার মাহফিল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৩০ এপ্রিল, ২০২২

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৭ রমজান শুক্রবার উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা পরিষদ নতুন ভবন চত্বরে উপজেলা আ’লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উপজেলা আ’লীগের সভাপতি সংসদ সদস্য এসএম জগলুল হায়দার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক জিএম গোলাম মোস্তফা, সুশান্ত বিশ্বাস বাবুলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ নুরুজ্জামান টুটুল, শ্রমবিষয়ক সম্পাদক কুমুদ রঞ্জন গায়েন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাইদ, আইন বিষয়ক সম্পাদক মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, ঈশ্বরীপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি ইউপি চেয়ারম্যান এড. জিএম শোকর আলী, কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান আনিসুজ্জামান আনিস, রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন, বুড়িগোয়ালিনী সাবেক ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব জিএম আকবর কবীর সহ বিভিন্ন ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সম্পাদকবৃন্দ। ইফতার মাহফিলে মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মুফতি আলহাজ্ব আব্দুল খালেক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com